ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নাসিক মেয়র আইভীর শপথ ৯ ফেব্রুয়ারি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আগামি ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় শপথ গ্রহন করবেন। 

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা সাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, আগামি ৯ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন। রাজধানীর গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হবে। 

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র ছাড়াও সাতাশজন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয়জন মহিলা কাউন্সিলর রয়েছেন। 
(সূত্রঃ বাসস)
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি